পঞ্চায়েত মামলায় সুপ্রিম কোর্টের রায় প্রমাণ করল এটা গণতন্ত্রের জয়: পার্থ চট্টোপাধ্যায়


শুক্রবার,২৪/০৮/২০১৮
702

বিকাশচন্দ্র ঘোষ---

কলকাতা: পঞ্চায়েত মামলার রায় ঘোষনা হল শুক্রবার। সুপ্রিম কোর্টে এদিন বহু প্রতিক্ষিত এই মামলার রায় ঘোষনা করেন মাননীয় বিচারপতি। এদিনের রায়ের ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসনের ফল ঘোষণা করতে পারবে রাজ্য সরকার।রায় একপ্রকার রাজ্য সরকারের পক্ষেই যায়। রায় জানার পর উচ্ছ্বসিত রাজ্যের তৃণমূল নেতারা।একদিনও সময় নষ্ট না করে শুক্রবারই রাজ্যের বিভিন্ন জেলায় পঞ্চায়েত গঠন প্রক্রিয়া শুরু হয়ে যায়। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এদিনের রায়ের পর সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল ভবনে।পার্থবাবাবু বলেন, “আমাদের দীর্ঘ প্রতিক্ষিত প্রতিক্ষিত পঞ্চায়েত নিয়ে সুপ্রিম কোর্টর রায় সঙ্গত। এই রায় প্রমান করে এটা গনতন্ত্রের জয় এবং অবিরোধীরা না অছিলায় উন্নয়নকে স্তব্ধ করতে চাইছিল। মমতা বন্দ্যোপাধ্যায়েরর নেতৃত্বে রাজ্যে যে উন্নয়নের কাজ চলছে তা আরও ভাল করে এগোবে।”

https://youtu.be/pX83XsAH2jc

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট