আনন্দে নিজের মাথায় দলীয় প্রতীক ও দলের নাম খোদাই করলেন এক বিজেপি সমর্থক


শুক্রবার,২৪/০৮/২০১৮
702

বাংলা এক্সপ্রেস---

দক্ষিণ ২৪ পরগণা: দক্ষিণ ২৪ পরগণা জেলার মগরাহাট ব্লকের উরেলচাঁদপুর  গ্রাম পঞ্চায়েত বিজেপি একক ভাবে দখল করে পঞ্চায়েত বোর্ড গঠন করায় এক সমর্থক আনন্দে নিজের মাথায় দলীয় প্রতীক ও দলের নাম খোদাই করলেন। উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক সুনীপ দাস ও জেলার সহ সভাপতি দিলীপ ভৌমিক দক্ষিণ ২৪ পরগনা মগরাহাট পূর্বে ধনপোতা অঞ্চলে বিজেপি পঞ্চায়েত বোর্ড গঠন করল। প্রধান নির্বাচিত হয়েছেন সৌরেন্দ্রনাথ দাস এবং উপপ্রধান হয়েছেন যুধিঠির হালদার ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট