জয় হিন্দ বাহিনির নর্থ হাওড়া তৃনমুল কংগ্রেসের হাওড়া স্টেশন চত্বর এলাকায় ফুটপাতে থাকা মানুষদের সাথে রাখি উৎসব পালন


সোমবার,২৭/০৮/২০১৮
706

বাংলা এক্সপ্রেস---

হাওড়া: জয় হিন্দ বাহিনির নর্থ হাওড়া তৃনমুল কংগ্রেসে র প্রেসিডেন্ট রাজিব দাস এবং জিৎ লাল সোনকারের নেতৃত্বে গতকাল সকাল এগারোটা নাগাদ হাওড়া স্টেশন চত্বর এলাকায় ফুটপাতে থাকা মানুষদের সাথে রাখি এবং মিষ্টিমুখ করিয়ে এই উৎসব পালন করেন। এছাড়াও হাওড়া একটি অনাথ আশ্রম সেখানে গিয়ে বাচ্চাদের হাতে মিষ্টির প্যাকেট এবং তাদেরকে রাখি পরিয়ে উৎসব পালন করেন। উপস্থিত ছিলেন সুজিত সরকার ,লাক্সমীকান্ত ত্রিপাঠি ,শুভাশিস চৌধুরী তাইসা অধিকারী জয়ন্ত মাঝি ছাড়াও অন্যান্য ক্লাব সদস্যরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট