আজ যুবভারতী মুখোমুখি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান । আজ রবিবার সাথে এই ম্যাচ এই নিয়ে উত্তেজনা তুঙ্গে। আজ মরসুমের প্রথম ডার্বি । ম্যাচ শুরু হবে বিকাল ৪.৩০ মিনিটে। নিরাপত্তায় থাকবে ৩হাজার পুলিশ। স্টেডিয়াম প্যাকেট ও জলের ব্যাবস্থা থাকবে। আজ কলকাতায় ইস্টবেঙ্গল এর নতুন কোচ। আজ যুব ভারতীতে মাঠে থাকবেন গার্সিয়া। শহরময় ডার্বির উত্তেজনা। বাঙ্গালীর আবেগ জুড়ে রয়েছে এই ম্যাচ। সকাল থেকে চায়ের দোকান থেকে বাজারঘাট উত্তেজনায় ভরপুর। ম্যাচ ঘিরে কড়া নিরাপত্তা থাকবে স্টেডিয়াম চত্বর জুড়ে। সূত্রের খবর ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা নেই। এই ডার্বি জন্ম দেয় নতুন তারকা ফুটবলার। শহর জুড়ে আছরে পরেছে ডার্বি ঝড়। বিধান নগর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে মাঠে থাকবে বিশাল পুলিশ বাহিনী। শহরের আনাচে কানাচে বিশেষত স্টেডিয়াম চত্বর জুড়ে থাকবে সিসিটিভির ব্যাবস্থা। এই মরসুমের প্রথম ডার্বিতে গা ভাসাতে প্রস্তুত কলকাতাবাসী। ফুটবল প্রেমীদের কাছে এক স্মরনীয় দিন আজ।
ফুটবলের মহারন , আজ মুখোমুখি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান
রবিবার,০২/০৯/২০১৮
881
বাংলা এক্সপ্রেস---