তুলসী তলায় সন্ধ্যা বেলা বল ভেবে বোমা কুড়িয়ে বিস্ফোরণে আহত শিশু


বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
500

বাংলা এক্সপ্রেস ---

তুলসী তলায় সন্ধ্যা বেলা বল ভেবে বোমা কুড়িয়ে বিস্ফোরণে আহত শিশু  ও তার মা বাবা। বুধবার সন্ধ্যায় ঘটনা টি ঘটেছে নদিয়ার চাকদাহ থানার দেওলি পঞ্চায়েতের কদম্বগাছি এলাকায়। সূত্রের খবর স্থানীয় বাসিন্ধা পেশায় ভ্যান চালক পাগল বিশ্বাসের ৭বছরের শিশু দ্বিতীয় শ্রেণীর ছাত্র সুদীপ বিশ্বাস সন্ধ্যায় বাড়ির পাশের তুলসী তলায় একটি গোলাকার বস্তু কে বল ভেবে বাড়ি নিয়ে এসে মা অঞ্জলি বিশ্বাস কে দেখায় ।

বাবা পাগল বিশ্বাস সেটা দেখেই বলেন ওটা বোমা । সঙ্গে সঙ্গে ভয় পেয়ে বাড়ির সামনেই ফেলে দেয় সুদীপ সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর বিস্ফোরণ এ কেঁপে ওঠে এলাকা। গুরুতর আহত হয় মা ও ছেলে। সামান্য আহত হয় বাবা। সঙ্গে সঙ্গে প্রথমে চাকদাহ হাসপাতাল পরে কল্যাণী জহর লাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয় মা ও ছেলেকে। সেখানেই চিকিৎসাধীন তারা।
এই ঘটনার পর স্থানীয় যুবক বাপন মন্ডল কে স্থানীয় বাসিন্দারা আটক করে চাকদাহ থানায় খবর দেন। পুলিশ এসে বাপন কে জিজ্ঞাসা বাদের জন্য নিয়ে যায়। বপনের কাছ থেকে আরো ৭টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ বলে সূত্রের খবর। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে চাকদাহ থানার পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট