কলকাতা: একদিকে নৈতিক সমর্থনের কথা বলছে অন্যদিকে ধর্মঘট ভাঙতে সর্বশক্তি প্রয়োগ করছে। আসলে তৃণমূল দ্বিচারিতা করছে। রবিবার এই ভাষাতেই তৃণমূলকে বিঁধলেন সিপিএম নেতা রবীন দেবব। তিনি বলেন, জোর করে ধর্মঘট সফল করতে রাস্তায় নামতে হবে না, মানুষ এমনিতেই রাজ্য স্তব্ধ করে দেবে। মানুষ কেন্দ্রের বিরুদ্ধে বিতশ্রদ্ধ হয়ে রয়েছেন। কাল ধর্মঘটের সমর্থনে সকাল ১০ টায় হাজরায় মিছিল করবে সিপিএম। সাড়ে ১০টায় মিছিল হবে মৌলালি থেকে। জানালেন রবীন দেব।
ধর্মঘটের নৈতিক সমর্থন আবার বিরোধিতা, দ্বিচারিতা করছে তৃণমূল : রবীন দেব
রবিবার,০৯/০৯/২০১৮
684

বাংলা এক্সপ্রেস---