দাঁতন এ জরাজীর্ণ কংক্রিটের ঢালাই সেতু ,নজর নেই প্রশাসনের


রবিবার,০৯/০৯/২০১৮
430

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিম মেদিনীপুর:-

পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক নং ব্লকের  নিমপুর খালের ওপর অবস্থিত  রড পাথর বেরিয়ে পড়া কংক্রিটের ঢালাই সেতু দাঁড়িয়ে রয়েছে মৃত্যুর ফাঁদ হয়ে। তার উপরেই হেলতে দুলতে যথারীতি যাতায়াত করছে যাত্রীবাহী বাস সহ অন্যান্য যানবাহন। সেতুটির এই জরাজীর্ণ অবস্থা দীর্ঘদিনের হলেও সেদিকে নজর নেই প্রশাসনের।

পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক নং ব্লকের  নিমপুর খালের ওপর অবস্থিত সেতুটি এমনই  বিপদজনক অবস্থা যে, কংক্রিটের ঢালাই সম্পূর্ণ উঠে গিয়ে সমস্ত রড বেরিয়ে সেতুর উপর ছড়িয়ে রয়েছে। এর ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তাদের অভিযোগ, সেতুটির এই বেহাল অবস্থার বিষয়টি প্রশাসনকে বার বার জানিয়েও কোনও লাভ হয়নি। অগত্যা, প্রাণের ঝুঁকি নিয়েই ইষ্ট নাম জপ করতে করতে ওই সেতুর ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে দাঁতন এলাকার মানুষদের। অবিলম্বে সেতুটির যথাযথ সংস্কারের কাজ শুরু করার দাবি জানিয়েছেন তারা। সেতুটি অবিলম্বে সংস্কার করা না হলে যে কোন মুহুর্তে ঘটে যেতে পারে মাঝের হাটের মত ঘটনা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট