বাগনানের পর উলুবেড়িয়া কুলগাছিয়া রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের এটিমএমে দুস্কৃতী হামলা, এটিএম মেশিন ভেঙ্গে লুঠ প্রায় ৭ লাখ ৩৩ হাজার টাকা, গতকাল রাতে এটিএমে এই ঘটনা ঘটলেও ব্যাঙ্কের তরফে থানায় জানানো হয়, আজ বিকালে পুরো ঘটনা জানানো হয় উলুবেড়িয়া থানায়, লুঠের খবর পেয়ে ঘটনাস্থলে হাওড়া গ্রামীন পুলিশ সুপার, তদন্ত শুরু করেছে পুলিশ।