প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের সাত ট্রাংক ভর্তি সোনা ও টাকা আনা হল ঘাটাল আদালতে


মঙ্গলবার,১১/০৯/২০১৮
497

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের টাকা ও সোনা ঘাটাল আদালতে নিয়ে আসা হল আজ। কত পরিমান সম্পত্তি সিআইডি বাজেয়াপ্ত করেছে সেটা আজ আদালতের বিচারকের সামনেই শুরু হয়েছে গননার কাজ। সিআইডির আধিকারিকরাও উপস্থিত আছেন আদালতে। সাত ট্রাংক ভর্তি করে সোনা ও টাকা আনা হয়। বাজেয়াপ্ত এই সব সোনা ও টাকা আপাতত ঘাটাল আদালতের মালখানায় গচ্ছিত থাকবে। ঘাটালের দাসপুর মামলার সূত্র থেকেই উদ্ধার হওয়া এই সম্পত্তি, এমনই খবর।

প্রসঙ্গতঃ দাসপুরে চন্দন দাস নামে এক ব্যবসায়ী দাসপুর থানায় মামলা দায়ের করেন তোলাবাজির। সেই মামলার তদন্তে নেমে পুলিশ সুপার ভারতী ঘোষের যোগসুত্র পায় সিআইডি। সাথে সেই ঘটনায় ভারতী ঘোষের স্বামী এম এ ভি রাজুও জড়িত বলে জানা যায়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট