বিজেপির বনধের পাল্টা পথে নামবে তৃণমূল, নির্দেশ পার্থের


রবিবার,২৩/০৯/২০১৮
587

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: রাজ্যকে অশান্ত করার যে পরিকল্পনা করেছে বিজেপি তার বিরুদ্ধে পথে নামবে তৃণমূলের কর্মীরা। ররবিবার ঘোষনা পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি ববলেন, আর বাস চলবে না, ট্রেন চলবে না এটা মেনে নেবেনা আর বাংলার মানুষ।কাল থেকে কর্মীরা জেলায় জেলায় গ্রামে গ্রামে প্রচার শুরু করবে। সেই আবেদন করছি।প্রতিবাদ সভা করবে।সর্বত্র সরকারি,বেসরকারি অফিস, স্কুল,কলেজ, অসংগঠিত ক্ষেত্রের কাজ স্বাভাবিক থাকবে।প্রশাসনকে বলব সেকথা।যারা ছাত্রদের নিয়ে গিয়ে এই ঘটনা করল তারা দায় অস্বীকার করছে কেন?আমরা কোনও অবস্থাতেই দোষীদের পিছনে দাড়াবো না।সরকারি কর্মীদের ক্ষেত্রে আগের বনধগুলিতে যে নির্দেশ ছিল এবারও থাকবে।স্কুল কমিটির ভূমিকাও দেখা হচ্ছে।গোটা ঘটনার তদন্ত হচ্ছে।কাল ১২টায় নবান্নে মন্ত্রীগোষ্ঠীর বৈঠক হবে।বিজেপির আচরন বর্বোরচিত।

পার্থ চট্টোপাধ্যায় আরও ববলেন, বিজেপি রাজ্যকে অশান্ত করার যে পরিকল্পনা করেছে তার বিরুদ্ধে তৃনমূল কং তার সব শাখাকে বলছে প্রতিটি ব্লক ও ওয়ার্ডে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মিছিল করার। তৃনমূল কর্মীরা ২৬ তারিখ মিছিল করবে সর্বত্র।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট