পশ্চিম মেদিনীপুরে বাম্পার ঘর্ষনের ফলে গাড়িতে আগুন


সোমবার,২৪/০৯/২০১৮
484

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:-  রাস্তায় বাম্পার ঘর্ষনের ফলে আগুন, এমনই অনুমান যাত্রীদের।জানা গিয়েছে বারানসী থেকে উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে যাচ্ছিল ওই গাড়িটি। দুই বাচ্চা তিন মহিলা ও ড্রাইভার কে নিয়ে যাওয়ার সময় বেলদা থানার ধনেশ্বরপুর এলাকায় আগুন লেগে যায়। জানা গিয়েছে নেকুড়সেনিতে অবরোধ চলাকালীন পুলিশ যেতে না দিলে দীঘাগামী রাজ্য সড়ক দিয়ে যাওয়ার পথে আচমকাই আগুন লেগে ভস্মীভূত হয়ে যায়।বেলদা থানার ধনেশ্বরপুরের কাছে বাম্পার পেরোনোর সময় গাড়িতে ধোঁয়া দেখতে পান চালক।

তড়িঘড়ি নেমে আসেন সকলে। কোন হতাহত না হলেও আগুনে সম্পুর্ন ভস্মীভুত হয়ে যায় গাড়িটি।স্থানীয়রা ও পুলিশ জল দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বেশ কিছুক্ষন সময় লেগে যায়।এর জেরে বেশ কিছুক্ষন অবরুদ্ধ হয়ে পড়ে দীঘাগামী রাজ্য সড়ক।পরে পুলিশ যানচলাচল নিয়ন্ত্রনে আনেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট