নিঃস্বার্থ প্রকৃতি


রবিবার,৩০/০৯/২০১৮
3286

নাহিদা খন্দকার মুন---

নিঃস্বার্থ প্রকৃতি

সমুদ্রের কাছে গেলে থমকে দাড়ায়

দৃষ্টির গভীরতা ছাড়িয়ে যায়,

বিশালত্ব আর গভীরতার কাছে হার মানায়

যাকনা যতদুর;

তার স্বচ্ছতাকে ছাপায়ে যাক।।

ভাবছি জীবন কি থমকে দাড়ায়

আকাশকি ডাকছে তার অস্পষ্ট ভাষায়,

মেঘের গর্জন বড় নিষ্ঠুর মনে হয়,

ডাকছে বহুদূর নিজ ঠিকানায়,

ভাবতে গেলে নিজেকে বড় তুচ্ছ মনে হয়।।

বৃষ্টির কাছে গেলে জীবনকে ফিরে পায়,

বৃষ্টির আরেক নাম জীবন যে বলে দেয়,

নিঃস্বার্থ, উদার; যেটা বিলেয়ে দেয়

বৃষ্টির সতেজতায় জীবনকে ফিরে পায়।।

ফুলের কাছে গেলে মুগ্ধতায়,

সুন্দর, অপরুপ অরুপ শোভায়,

অভাষ্য নিজস্বতা, সুগন্ধ হায়।

তুমি ছাড়া অপূর্ণ তার ফুলসজ্জার রাত।।

সময়ের কাছে দাবি,

একটু দাড়ায়।

অস্থির সময়, তাই স্থির নয়।

চলছে একা নিজেকে নিয়ে-

নিজ ঠিকানায়;

সময়ের কাছে যাবো সময় কোথায়।।

নাহিদা মুন

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট