সি পি এম এর BPMO অধিকার পদযাত্রার মিছিল চলছিলো উত্তরপাড়া কোতরং এলাকায় মিছিল হিন্দমোটরের দিকে যাওয়ার সময় কোতরং তরুণ সংঘের মাঠের সামনে আচমকাই দুটি ষাঁড় গরু লড়াই চলছিলো মিছিলের দিকে ছুটে আসে দুটি ষাঁড় মিছিলে সামনের দিকে এসে সিং দিয়ে গুতিয়ে দেয় বেশ কয়েক জন কে। এদের মধ্যে 15 জন আহত হয় বেশি গুরুতর আহত হয় 6 জন এদের কে স্থানিয় এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে জেলা সম্পাদক দেবব্রত ঘোষ,প্রাক্তন বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ