দারিভিটকাণ্ডে সিবিআই তদন্তের দাবীতে ইসলামপুর বাস টার্মিনাসে রিলে অনশন শুরু করলো কংগ্রেস। জানা গিয়েছে, ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি হাজী মুজফ্ফর হুসেনের নেতৃত্বে এদিন ইসলামপুর বাস টার্মিনাসে রিলে অনশনে বসে কংগ্রেস। ৩০জন কংগ্রেস কর্মী এদিন অনশনে বসে। ইতিপূর্বে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেসের দীপা দাসমুন্সি স্থানীয় নেতৃত্বের সাথে দারিভিটে নিহতের পরিবারের সাথে দেখা করে আসেন। এছাড়াও রাহুল গান্ধীর নির্দেশে এআইসিসির সাধারণ সম্পাদক বি পি সিং ও মাটিগাড়ার বিধায়ক শঙ্কর মালাকার নিহত দুই ছাত্রের পরিবারের সাথে দেখা করে আসেন। বর্তমানে রাজ্য প্রশাসনের কোনও তদন্তে আস্থা না থাকায় সিবিআই তদন্তের দাবীতে রিলে অনশনে কংগ্রেস।