রাজ্যের সাধারন মানুষের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চ্যাটার্জী


শনিবার,০৬/১০/২০১৮
436

বাংলা এক্সপ্রেস ---

পিয়া গুপ্তা ,উত্তর দিনাজপুর:-পুলিশ প্রশাসন, দুস্কৃতী আর তৃনমূল মিলে মিশে এক হয়ে গিয়েছে। এই রাজ্যে পুলিশ দুস্কৃতীদের সাথে কাজ করছে, আর তাদের সাথে রয়েছে তৃনমূল। ফলে চরম আতঙ্কে দিন কাটছে রাজ্যের সাধারন মানুষের “। কাঁথি আদালত চত্বরে দুস্কৃতীদের বোমাবাজি গুলির ঘটনা ও আসামীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা প্রসঙ্গে আজ এমন মন্তব্য করলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চ্যাটার্জী। দাড়িভিটে ছাত্র মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবিতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে বিজেপির চলা অনির্দিষ্টকালের রিলে অনশন মঞ্চে আজ যোগ দেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। দাড়িভিটে পুলিশের গুলিতে রাজেশ সরকার ও তাপস বর্মন নামে দুই ছাত্রের মৃত্যুর ঘটনার অবিলম্বে সিবিআই তদন্তের দাবি তোলেন তিনি।                                                 সম্প্রতি নাগের বাজারে বিস্ফোরণ কান্ড নিয়ে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জী বলেন “গোটা রাজ্য এখন বারুদের স্তুপের মধ্যে রয়েছে। এরাজ্যে এখন দুস্কৃতীরা তৃনমূল কংগ্রেসের সাথে যুক্ত নয়তো তৃনমুল কংগ্রেস দুস্কৃতীদের সাথে যুক্ত রয়েছে”। রাজ্যের সাধারন মানুষের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চ্যাটার্জী।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট