বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে উন্মাদ বলে কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায়ের


রবিবার,০৭/১০/২০১৮
733

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমন করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। দিলীপ ঘোষকে উন্মাদ বলে কটাক্ষ করলেন তিনি। এদিন বেহালার ম্যানটনে পার্থ চট্টোপাধ্যায় এর জনসংযোগ কার্যালয়ের সামনে প্রত্যেক বছরের মত এবছরও পার্থ চট্টোপাধ্যায়ের উদ্যোগে দুর্গা পূজার জন্য বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে গতকালের দিলীপ ঘোষের “ছাল ছাড়িয়ে নুন মাখানোর” বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ পার্থ চট্টোপাধ্যায় বললেন যারা উন্মাদ হয়ে যায় তাদের কথায় উত্তর দিতে হয় কি? ওনার যত হতাশা বাড়ছে তত এই ধরণের কু বাক্য বাড়ছে, উনার বোঝা উচিত উনি একটি রাজনৈতিক দলের রাজ্য সভাপতি, আমরা বুঝতে পারছি এই বিজেপি এবং এই সভাপতি থাকলে ভাষা বলে আর কিছু থাকবে না।

যত এই ধরণের কথা বলবেন মানুষ ততই তাদের কাছ থেকে দূরে সরে যাবে, উনি কোচবিহারের ঘটনার উল্লেখ করে আরো বলেন যে কোচবিহারের তৃণমূল ছাত্র পরিষদের নাম কে ঘিরে যে অভিযোগ উঠেছে, তার প্রতিক্রিয়ায় তিনি জানান কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের থেকে অভিযুক্ত ছাত্রকে বহিষ্কার করা হলো তার সাথে জেলার তৃণমূল ছাত্র পরিষদ আজ থেকে পুনর্গঠিত করে নতুন সভাপতির হাতে তুলে দেওয়া হবে, আমরা পরিস্কার ভাষায় বলতে চাই আমরা কোন অবস্থাতেই তৃণমলের রাজনৈতিক পতাকা হাতে ধরে কাউকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে দেব না, মমতা ব্যানার্জি বারবার আবেদন করেছে উন্নয়ন আমাদের লক্ষ্য একতাই আমাদের শপথ। বারবার দেখা যাচ্ছে কয়েকটি জায়গায় তা মানা হচ্ছে না।

https://youtu.be/CQaeXHiHlsg

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট