বাঙালির শারদীয়া-আনন্দে থাবা বসিয়েছে অসুর বৃষ্টি


বুধবার,১০/১০/২০১৮
741

বাংলা এক্সপ্রেস---

আর মাত্র কিছুদিন, পুজোর আমেজ আকাশে বাতাসে ,তার আগেই আবহাওয়া অন্যরকম। ক্রমশ ধেইয়ে আসছে ঘুর্নিঝড়। সারাদিন ধরে আজ ভারি বৃষ্টির পূর্বাভাস। আরও বড় বিপত্তির আশঙ্কা রয়েছে আগামী কয়েক দিন। এমনই জানাচ্ছে আবহাওয়া দফতর।এছাড়া আবহাওয়া দপ্তর সুত্রের খবর ৪৮ ঘণ্টার মধ্য এই ঝড় আছরে পরবে উপকুল চত্বরে। শুধু তাই নয় সমুদ্র উপকুল বর্তি এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

বাতাসের গতিবেগ বেশি থাকার জন্য ১৩ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এই ক’দিন হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। সে কারণে সমুদ্র উপকূলবর্তী এলাকায় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।বাঙালীর প্রানের উৎসব এই শারদিয়া উৎসবে অসুর বৃষ্টির আগমন, কপালে চিন্তার ভাজ ফেলেছে বাঙালি হৃদয়ে । বাঙালীর এই পূজাতে এই বৃষ্টি বাঁধার সৃষ্টি করবে তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে অসুর বৃষ্টি ভারাক্রান্ত করেছে বাঙালীর হৃদয়কে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট