মোবাইল চুরির অপবাদে এক আদিবাসী ছাত্রকে নিগ্রহের প্রতিবাদে উত্তজনা সৃষ্টি হল বালুরঘাটে


বুধবার,১০/১০/২০১৮
541

বাংলা এক্সপ্রেস ---

মোবাইল চুরির অপবাদে এক আদিবাসী ছাত্রকে নিগ্রহের প্রতিবাদে উত্তজনা সৃষ্টি হল বালুরঘাটে। খবরে প্রকাশ গঙ্গারামপুরের বাসিন্দা সুদীপ্ত হাঁসদা বালুরঘাট খাদিমপুর হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। সে ওই স্কুলে আবাসিক হিসেবে থেকে পড়াশোনা করে। গত শুক্রবার এলাকার কিছু কিশোর স্কুলটিতে ফুটবল খেলার সময় তাদের একটি মোবাইল হারিয়ে যায়। সে সময় তারা ওই ছাত্রকে মোবাইল চুরির অপবাদে নিগ্রহ ও মারধর করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় ছাত্রটি অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই ঘটনার প্রতিবাদেই আজ আদিবাসীরা আজ তীর,ধনুক বল্লম নিয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে এলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। তারপর অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিষ নন্দীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অভিযুক্ত কিশোর দের গ্রেপ্তার করলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।এ বিষয় খাদিমপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক গৌতম ঘোষ জানান গত শুক্রবার এলাকার কিছু কিশোর ফুটবল খেলার সময় তাদের একটি মোবাইল হারিয়ে যায় সে সময় তারা আামাদের এক ছাত্র কে মোবাইল চুরির অপবাদে মারধর করে। তারপর গত শনিবার তার মা এসে তাকে বাড়ি নিয়ে যায়। এখন শোনা যাচ্ছে ছাত্রটি হাসপাতালে ভর্তি।ওপর দিকে আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি শ্যামল হেমরম জানান আমাদের সম্প্রদায়ের এক ছাত্র কে মোবাইল চুরির অপবাদে মারধর করা হয়েছে এর প্রতিবাদ আমরা জানাচ্ছি। দোষীদের কঠোর শাস্তি চাই।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট