দশম শ্রেনীর এক ছাত্রী গনধর্ষনের শিকার


শনিবার,২৭/১০/২০১৮
515

বাংলা এক্সপ্রেস---

লালগোলাঃ দশম শ্রেনীর এক ছাত্রী গনধর্ষনের শিকার হয়ে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত্রে লালগোলা থানার বিডিও অফিস সংলগ্ন রাজবাগান এলাকায়। অসুস্থ ছাত্রীর নাম সারমিন সুলতানা(১৫)। সে লালগোলা পন্ডিতপুর ইসলামিয়া সিনিয়ার মাদ্রাসার ছাত্রী। বাবা মৃত, মা সাইদা বেওয়া বিড়ি বেধে সংসার চালান। সূত্রের খবর বৃহস্পতিবার সন্ধায় সারমিনাকে ফোন করে তার এক প্রেমিক আকাশ। আকাশের ফোন পেয়ে সারমিনা তার সঙ্গে দেখা করার জন্য লালগোলার পন্ডিতপুর কৃষক বাজার এলাকায় আসে। প্রেমিক আকাশ তাকে মোটর বাইকে করে বাড়ি থেকে কয়েক কিমি দূরে রাজবাগান এলাকার জঙ্গলে নিয়ে যায়।

সেখানে হিন্দি সিনেমার কায়দায় আকাশের কয়েকজন বন্ধু এসে আকাশকে মারধোর করে ফেলে দিয়ে সারমিনকে বিবস্ত্র করে তার উপর শারীরিক অত্যাচার ও একের পর এক ধর্ষন শুরু করে। তাদের হাত থেকে বাচার জন্য কোন রকমে জঙ্গল থেকে বিবস্ত্র অবস্থায় আহত ছাত্রী অন্ধকার থেকে আলোর দিকে ছুটতে থাকে। লোকালয়ে আসার পরে স্থানীয়রা কোন রকমে চাদর ঢাকা দিয়ে তার লজ্জা নিবারন করে। আহত অবস্থায় তাকে প্রথমে লালগোলা গ্রামীন হাসপাতালে ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সারমিনের পরিবার লালগোলা থানায় আকাশ সেখ, সম্রাট সেখ, ইভান সেখ এবং রিপন সেখের নামে অভিযোগ দায়ের করেন। পুলিস আকাশ ও রিপন সেখকে গ্রেপ্তার করেছে। বাকীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। অসুস্থ ছাত্রীর পরিবারের লোক অভিযুক্তদের ফাসির দাবী জানিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট