বাস দুর্ঘটনায় আহত প্রায় ২০-২৫জন বাস যাত্রী


বৃহস্পতিবার,০১/১১/২০১৮
390

বাংলা এক্সপ্রেস---

নবগ্রামঃ মুর্শিদাবাদে বাস দুর্ঘটনায় আহত প্রায় ২০-২৫জন বাস যাত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের নবগ্রাম থানার পাঁচগ্রাম এলাকায়। এদিন সকালে একটি বেসরকারী বাস মালদা থেকে বর্ধমান যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে যায়। ঘটনায় আহত হয়ে হয়েছে প্রায় ২০ থেকে ২৫জন বাস যাত্রী।

আহতদের প্রথমে স্থানীয় পাঁচগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে, প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলে গুরুত্বর আহত এক জনকে নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং আরও একজনকে নিয়ে যাওয়া হয়েছে নলহাটি হাসপাতালে। নবগ্রাম থানার পুলিস ঘটনাস্থলে এসে সহযোগিতায় হাত লাগান। নয়নজুলিতে জল কম থাকায় বড় ধরনের বিপদ এড়ানো গিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট