হুগলী জেলা জুড়ে পুলিশের অভিযানে কয়েক লক্ষ টাকার শব্দবাজি ও রঙিন বাজি উদ্ধার হলো। আজ ভোর রাতে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থানার পুলিশ দিল্লি রোড সংলগ্ন বেশ কয়েকটি এলাকায় হানা দিয়ে বাজি উদ্ধার করে। এদিকে উত্তরপাড়া থানার পুলিশও গতকাল রাতে কোন্নগড় বাসাই এলাকায় হানা দিয়ে 20 কুইন্টাল বাজি উদ্ধার করে। চকলেট বোম থেকে তুবড়ি বা রকেট কিছুই বাদ যাই নি এই সব মজুত ছিলো কোন্নগড়ের ওই বাড়িতে।
Auto Amazon Links: No products found.