বহরমপুরঃ বহরমপুর সংলগ্ন এলাকার ভাকুড়ি ঘোষপাড়ায় “হঠাৎ চিন্তা” কমিটির প্রথম বর্ষের পুজোর মঙ্গলবার রাত্রে শুভ উদ্বোধন করেন চলচিত্র বাংলা সিনেমার নায়িকা পুজা বোস এবং পৌলমী দাস। সঙ্গে উপস্থিত ছিলেন ডোমকল পৌরসভার চেয়ারম্যান সৌমিক হোসেন। এদিন রাত্রে পুজো উদ্বোধন করতে এসে নায়িকা পুজা বোস দর্শনার্থীদের অনুরোধে এক কলি গান ও করেন।
“হঠাৎ চিন্তা” কমিটির প্রথম বর্ষের পুজো উদ্বোধন করেন পুজা বোস এবং পৌলমী দাস
বুধবার,০৭/১১/২০১৮
528

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: