পশ্চিম মেদিনীপুর: বেলদা থানার শ্যামা পূজা উপলক্ষে শনিবার প্রায় আট হাজার মানুষের নরনারায়ণ সেবার আয়োজন করল পুলিশ প্রশাসন। বেলদা থানা ওসি অমিত মুখার্জি , সি আই নবেন্দু বাবু নিজের হাতে খাবার পরিবেশন করেন। সার্বজনীন শ্যামা পূজা উপলক্ষে অন্নকূট এর আয়োজন বেলদা থানায়। বেলদা থানা এবং বেলদা থানা সার্বজনীন শ্যামা পূজা কমিটির আয়োজনে থানা প্রাঙ্গণে আয়োজিত হয় অন্নকূট উৎসব এর। বেলদা সহ পার্শ্ববর্তী এলাকার প্রায় আট হাজারেরও অধিক মানুষ এই দিন প্রসাদ সেবন করেন। মূলত মানুষের মধ্যে জনসংযোগ বাড়াতে এই অন্নকুট আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
বেলদা থানার শ্যামা পূজা উপলক্ষে প্রায় আট হাজার মানুষের নরনারায়ণ সেবার আয়োজন
শনিবার,১০/১১/২০১৮
424
বাংলা এক্সপ্রেস---