নয়াগ্রামের সুবর্নরেখার নদীর তীরে উদ্ধার হল সজারু


শনিবার,১০/১১/২০১৮
966

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে উদ্ধার হওয়া সজারু কে ঘিরে চাঞ্চল্য। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার অন্তর্গত নিচু পাতিনা সংলগ্ন সুবর্ণরেখা নদীর কাছে উদ্ধার হলো সজারু নামক জন্তু টি যার স্হানীয় নাম জীকর বলে জানা যায়। গতকাল কালু বেরা ,ঝাঁড়েশ্বর বেরা ,সুকুমার বেরা আরোও বেশকয়েকজন রাতের বেলায় মাছ ধরতে যায় সুবর্ণরেখা নদীতে নিত্যদিনের মত।

ফিরে আসার সময় সজারু(জীকর)কে দেখতে পায় তারা , তারপর তারা গ্রামে খবর দেয় ,গ্রামের মানুষের সহযোগিতায় ওই সজারু(জীকর)টিকে ধরে ফেলে গ্রামবাসীরা। ধরে ফেলে ঐ জন্তু টিকে নিচু পাতিনা গ্রামে নিয়ে আসেন তারপর সকাল বেলায় চাঁদাবিলা রেঞ্জ অফিসে খবর দেওয়া হয় , চাঁদাবিলা থেকে রেঞ্জার বিশ্বনাথ মুদি কুড়া এসে ওই সজারু(জীকর)টিকে রেন্জঅফিসে নিয়ে যান এবং তিনি জানান, প্রাথমিক চিকিৎসা করে তপোবনের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট