দাড়িভিটের ঘটনায় ধৃত আটজনের আজ রায়গঞ্জ সংশোধনাগার থেকে মুক্তি


বৃহস্পতিবার,১৫/১১/২০১৮
386

বাংলা এক্সপ্রেস---

দাড়িভিটের ঘটনায় ধৃত আটজন আজ রায়গঞ্জ সংশোধনাগার থেকে মুক্তি পেয়েই নিহত পরিবারের আন্দোলনে সামিল হলেন।রায়গঞ্জ থেকে গাড়িতে ইসলামপুরে দাড়িভিটে পৌছান সদ্য জামিনে মুক্তি পাওয়া আট দাড়িভিটের বাসিন্দা। সেখানে পৌছানো মাত্র নিহত দুই ছাত্রের পরিবার কান্নায় ভেঙে পড়েন। মুক্তি পাওয়া বাসিন্দাদের মালা পরিয়ে অর্ভথনা জানান।

মুক্তি পাওয়া নীলকমল শিকারী জানিয়েছেন,পুলিশ তাদের মিথ্যা মামলা ফাসিয়েছিল। পুলিশ তাদের বিভিন্নভাবে হয়রানি করছে। আজ জামিনে মুক্তি পেয়ে তারা খুশী। দাড়িভিটে নিহত পরিবারের আন্দোলনে তারাও সামিল হবেন। নিহত ছাত্র রাজেশের বাবা নীলকমল সরকার জানিয়েছেন, দাড়িভিটে ধৃত আটজনের পথ চেয়ে তারা ছিলেন। আজ তারা গ্রামে এসে পৌছানোতে ভাল লাগছে। সিবি আই তদন্তের দাবিতে এই আটজনকেও আন্দোলনে সামিল করবেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট