নেতাজী ইন্ডোরে তৃণমূলের সাধারণ পরিষদের বর্ধিত সভা, ব্রিগেডেই টার্নিং পয়েন্ট, বললেন মমতা


শুক্রবার,১৬/১১/২০১৮
638

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: শুক্রবার নেতাজী ইন্ডোরে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের সাধারণ পরিষদের বর্ধিত সভা। এদিনের সভায় প্রধান বক্তা ছিলেন দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নেতা কর্মীদের একাধিক নির্দেশ দেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন,
# ২০১৯ এর ভোটের প্রস্তুতিতে এখন থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে।
# বুথে বুথে মিটিং করতে হবে।
# দেওয়াল লিখতে হবে প্রত্যেকটি বুথে।
# দলে কোন গোষ্ঠিকোন্দল বরদাস্ত করা হবে না।
# এলাকায় একটিই পার্টি অফিস থাকবে। পার্টি অফিস নিয়ে কোন দলাদলি চলবে না।
# মানুষের পাশে থাকতে হবে। যে মানুষের পাশে থাকবে না তার দলে কোন জায়গা নেই।
# যাঁরা ভুল বুঝে চলে গেছে তাঁদের ফিরিয়ে আনতে হবে।
# বামপন্থীদের মধ্যে অনেক ভাল মানুষ আছে তাদের দলে নিয়ে আসতে হবে।

এদিনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ব্রিগেডের জনসভা টার্নিং পয়েন্ট। বিজেপির রথযাত্রার কড়া সমালোচনা করেন মমতা। তিনি বলেনন, ওটা রথযাত্রা নয়, রাবন যাত্রা। ওর মধ্যে এসি থাকবে, খাওয়া দাওয়া সবই হবে। রথযাত্রার পাল্টা শান্তি যাত্রা করবে তৃণমূল, ঘোষনা করেন তৃণমূল সুপ্রিমো। যে পথ দিয়ে রথ যাবে সেই পথেই হবে শান্তি যাত্রা।
আগামী লোকসভা ভোটর আসাম ও ঝাড়খন্ডে তৃণমূল প্রার্থী দেবে বলেও এদিন ঘোষনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট