আজ তাহসীন ওয়েলফেয়ার ট্রাস্ট এর পরিচালনায় মরিচা নবারুন সংঘ একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিল ঘটকপুকুর অঞ্চলে । বহু মানুষ এদিন এসেছিলেন রক্ত দিতে । এলাকায় দারুন ভাবে সাড়া ফেলে দিয়েছে এই শিবির। এদিন পুরুষ ও মহিলা সহ মোট ৯৫ জন রক্তদাতা রক্তদান করেছেন। রক্ত দিন জীবন বাঁচান এই লক্ষ্যে অবিচল থেকে এদিন নবারুন সংঘ এই শিবিরের আয়োজন করেছিল। রক্ত মানুষের জীবনে এক অমুল্য সম্পদ। রক্ত দানের মধ্যে দিয়ে আরো অজস্র মানুষের উপকারের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এছাড়া এই দিন মশারি বিতরন করা হয়।
কারন আমরা জানি গ্রামাঞ্চলে এই সময়ে মশার উৎপাত বেড়েছে অনেকখানি, সাথে সাধারন মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় উপাদান হল মশারি। এর দ্বারা এলাকার সাধারন মানুষ অনেকখানি উপকৃত হবেন তা বলাই যায়। এইদিনের অনুস্টানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সহ আরো অনেক বিশিষ্ট জনেরা। বিশিষ্ট ব্যাক্তিবর্গ এদিন সাধারন মানুষের হাতে মশারি তুলে দেন। এছাড়া অজস্র মানুষ এই দিন রক্তদান করেছেন । এই দিনের অনুস্টানে প্রথম রক্তদান করেন ক্লাব সভাপতি অাসিফ ঈশাক সান্টু। মরিচা নবারুন সংঘ এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।