চন্দননগর এর পুজো শেষ হতে না হতেই শুরু হয়ে গেল রিশরার জগদ্ধাত্রী পুজো। ছোট্ট শহর রিশরা তে প্রায় শতাধিক পুজো হয়। কোথায় পাট দিয়ে মণ্ডপ, কোথায় কন্যাশ্রী,আবার কোথাও পরিবেশ নিয়ে মণ্ডপ মানুষের নজর কাড়বে। পাশাপাশি সাবেকিয়ানা ও নজর কাড়বে। পৌরসভা ও রিশরা থানার উদ্দ্যোগে গাইড ম্যাপ প্রকাশ করেন সংসদ কল্যাণ ব্যানার্জী। পাশাপাশি কড়া নিরাপত্তা তে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। সি,সি,টিভি,ড্রোন ক্যামেরার পাশাপাশি কন্ট্রোল রুম করা হয়েছে বিভিন্ন জায়গায়। চন্দননগর এর পর রিশরা তেও যে বিপুল জনসমাগম হবে তা বলার অপেক্ষা রাখে না।
চন্দননগর এর পুজো শেষ হতে না হতেই শুরু হয়ে গেল রিশরার জগদ্ধাত্রী পুজো
সোমবার,১৯/১১/২০১৮
845
বাংলা এক্সপ্রেস---