২০ নভেম্বর জীবনানন্দ সভাঘরে দুই বাংলার কবিদের নিয়ে কাব্যে সুরে এক হৈমন্তিক সন্ধ্যা উদযাপিত হবে। অনুষ্ঠানটির সামগ্রিক প্রযোজনায় বিখ্যাত গায়িকা ও “শৈলী “র অধ্যক্ষা শ্রীমতী মুকুল চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি কৃষ্ণা বসু। প্রধান অতিথির আসনে বরেণ্য কবি কমল দে সিকদার। সম্মানীয় অতিথিদের মধ্যে থাকবেন কবি অরুণ চক্রবর্তী ও কবি নলিনী বেরা। বাংলাদেশ থেকে আসবেন মাননীয় কবি আলমগীর কবীর হৃদয়, শাহেদ ফার্সী, রূপা রহমান, রাফিদ রহমান রাফিদ ও সৈয়দ আব্দুল করিম।
এছাড়াও যাদের উজ্জ্বল উপস্থিতিতে অনুষ্ঠানের শোভা বৃদ্ধি করবে তাঁরা হলেন গৌর মিত্র, নৃপেন চক্রবর্তী, আব্দুর রব, আনসার উল হক, পিনাকী বসু, তারক দেবনাথ, বরুণ চক্রবর্তী, সুব্রত ভট্টাচার্য, ড. নির্মল বর্মণ, ঋজুরেখ চক্রবর্তী, সৌরভ মুখার্জি ও জনাব ফারুক আহমেদ সম্পাদক উদার আকাশ। অনুষ্ঠানের শুরুতে সূচনা সংগীত পরিবেশন করবেন শৈলীর ছাত্রছাত্রীরা। তাপস সাহা রচিত একটি শ্রুতিনাটক ও পরিবেশন করবে শৈলীর ছাত্রছাত্রীরা। আবৃত্তি করবেন গড়িয়া আবৃত্তি অঙ্গনের ছাত্রছাত্রীরা। এছাড়াও সকল উপস্থিতিতে বিশিষ্ট কবিরা স্বরচিত কবিতা পাঠ করবেন এবং সামগ্রিক ভাবে শ্রীমতী মুকুল চক্রবর্তীর প্রযোজনায় একটি মনোজ্ঞ সন্ধ্যা আমাদের মনের মণিকোঠায় জায়গা করে নেবে সেই আশা রাখাই যায়।
Auto Amazon Links: No products found.