পৌর উৎসবে সাংবাদিক তপন চক্রবর্তী সম্বর্ধিত


সোমবার,১৯/১১/২০১৮
449

পিয়া গুপ্তা---

উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে পাঁচ দিন ব্যাপী কালিয়াগঞ্জ পৌর সভার পৌর উৎসবের শেষ দিনে উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট সাংবাদিক, বেতার শিল্পী ও আকাশবাণীর গীতিকার তপন চক্রবর্তীকে রবিবার কালিয়াগঞ্জ পৌর সভার পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনা দেন উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের অন্যতম সদস্য অসীম কুমার ঘোষ। অসীম কুমার ঘোষের সাথে পাশেই উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা কার্তিক চন্দ্র পাল।

বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন রায়গঞ্জ পৌর সভার পৌর পিতা সন্দীপ বিশ্বাস, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ সৌরেন বন্দোপাধ্যায়, কালিয়াগঞ্জ কলেজের অবসরপ্রাপ্তা অধ্যপিকা ডঃ মমতা কুন্ডু, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা, পৌর সভার উপ-পৌর পিতা বসন্ত রায় ও তৃণমূলের বিশিষ্ট নেতৃবৃন্দ। সম্বর্ধনা পেয়ে সাংবাদিক তপন চক্রবর্তী বলেন সম্বর্ধনা বা পুরস্কার পাবার অর্থই হল একদিকে কাজের স্বীকৃতি পাওয়া অন্যদিকে কাজের উৎসাহ অনেকটাই বেড়ে যাওয়া। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তাতে খুশিই হয়েছি। এদিন সাংবাদিক সূচন্দন কর্মকারকে ও সম্বর্ধনা দেওয়া হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট