এবার থেকে যেখানে সেখানে থুতু ফেললে দিতে হতে পারে জরিমানা


সোমবার,১৯/১১/২০১৮
519

বাংলা এক্সপ্রেস---

জিভ কাটা লজ্জায় তিলোত্তমা কলকাতা, শহর কলকাতার আনাচে কানাচে নোংরা করে তুলছে কিছু মানুষ। কিছুদিন আগে স্কাইওয়াক নির্মানের পর সেখানেও থুতু ফেলেছেঙ কিছু ব্যাক্তি, পান বা গুটখার পিক ফেলা অভ্যাসে পরিনত করে ফেলেছে কিছু মানুষ। যার ফলে নোংরায় পরিপুর্ন হয়ে উঠছে আমার আপনার সাধের কলকাতা। কলকাতার বিভিন্ন প্রসিদ্ধ এলাকা গুলি এই ভাবেই দুষিত হচ্ছে প্রতিদিন। যার ফলে লজ্জায় লাল তিলোত্তমা কলকাতা। রাস্তা ঘাটে বাইরে বেরোলেই আপিনি নিজেই এই চিত্র দেখতে পাবেন যত্রতত্র।

কিছুদিন আগে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী নিউটাউন চত্বরে যে বিলাসবহুল ঝুলন্ত রেস্তোরা নির্মান হয়েছে তার উদ্বোধনের আগেই সেখানে একি ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। এছাড়া কলকাতার নন্দন চত্বর হোক বা হাওড়া ব্রিজ সর্বত্র একি ছবি । প্রশাসন সুত্রে খবর এবার থেকে জত্র তত্র থুতু ফেললে আপনাকে দিতে হতে পারে জরিমানা। রেলস্টেশান বা প্লাটফর্ম চত্বর এই সকল স্থানে সজাগ থাকতে হবে আপনাকে। যদি আপনার সামনে কেউ এমন কাজ করে তাকে নিষেধ করুঙ। শহর আপনার একে পরিস্কার রাখার দায়িত্ব আপনার।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট