উপত্যাকায় ফুটবল জমজমাট, আজ মাঠে নামবে মোহনবাগান


মঙ্গলবার,২০/১১/২০১৮
585

শুভ বিশ্বাস---

আজ মাঠে নামবে মোহনবাগান। ভারতের ভু স্বর্গে ফুটবল নিয়ে উত্তেজনা তুঙ্গে । মোহনবাগানের ম্যাচ নিয়ে জড়িয়ে থাকে বাঙালীর আবেগ । তাই আজ টানটান ম্যাচ দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফুটবলপ্রেমীরা। লীগের গুরুত্বপুর্ন ম্যচে আজ মুখোমুখি রিয়েল কাশ্মীরের। মোহনবাগান এর ম্যাচ নিয়ে আজ বাড়তি উত্তেজনা রয়েছে।

এই মরশুমে এই প্ররতম অন্য আবহাওয়া এবং অন্য পরিবেশে মাঠে নামবে মোহনবাগান । উপত্যকায় খেলার অভিজ্ঞতা থেকে অনেকে জানিয়েছেন ওখানে খেলতে গেলে দমের সমস্যা হয় । অতিরিক্ত উচ্চতায় খেলতে গেলে বেগপেতে হয় ফুটবোলারদের। আজ আপামর বাঙালীর চোখ আটকে থাকবে টেলিভিশনের পর্দায়। এমন হাইভোল্টেজ ম্যাচ দেখতে অপেক্ষারত ফুটবল প্রেমীরা। আজ দুপুর ২টোয় মোহনবাগান বনাম রিয়েল কাশ্মীরের ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে টেলীভিশনের পর্দায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট