চলছে বিয়ের মরশুম। এর আগে খবরের শিরোনামে উঠে এসেছে দীপবীরের বিয়ে নিয়ে নানা খবর। সেই রেশ কাটতে না কাটতেই আবার এক টলিউড সুন্দরী নায়িকা মোনালিসা সাতপাকে বাধা পড়লেন। চমকে দিলেন সকলকে।তিন দিন ধরে চলছে অনুস্টান। তার কিছু ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। তারপরেই লাইকের ঝড় বয়ে গেছে ফেসবুক জুড়ে। টলিউড এর অন্যতম জনপ্রিয় এই নায়িকার বিয়েতে আমন্ত্রিত ছিলেন অনেক বিদ্দজনেরা। বর্নাঢ্য অনুস্টান এর আয়োজন করা হয়। বর্তমানে বেশ কিছু সিরিয়ালে তিনি নানা ভুমিকায় অভিনয় করছেন। বিভিন্ন চরিত্রে তিনি ইতিমধ্যে মন জয় করেছেন দর্শকের।
“সাত পাকে বাঁধা পড়লেন টলিউড নায়িকা মোনালিসা “
মঙ্গলবার,২০/১১/২০১৮
1224
বাংলা এক্সপ্রেস---