অবৈধ চোলাইয়ের অভিযানে নামল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ


মঙ্গলবার,২০/১১/২০১৮
399

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: অবৈধ চোলাইয়ের ঠেক নিয়ে অভিযোগ ছিল দীর্ঘদিনের।এবার সক্রিয় হয়ে আবগারি দপ্তর এর সঙ্গে অভিযানে নেমে চলে চোলাইয়ের ঠেক ভাঙলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ মঙ্গলবার সকালে সবং থানার রুইনান ৮ নম্বর অঞ্চলের রেকুটিয়া গ্রাম থেকে হাজার লিটার এর বেশি চোলাই মদ উদ্ধার করে আবগারি দপ্তর, উদ্ধার করা হয়েছে মদ তৈরির সরঞ্জামও। বেশ কয়েকদিন ধরে সবং ডেবরা সহ একাধিক অঞ্চলে অবৈধ চোলাইয়ের রমরমা কারবার চলছিল। মদে আক্রান্ত হওয়ার সংখ্যাটাও নেহাত কম নয় সবং এলাকায়। আবগারি দফতরের অভিযানে খুশি এলাকাবাসীরা। তবে অবৈধ চোলাই কারবারিদের কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট