নিউটাউন: আজ নিউটাউন মেলা প্রাঙ্গণে শুভ উদ্ভোধন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য উৎসব আহারে বাংলা। বিগত বছর গুলিতে চার দিন ধরে চললেও এবছর পাঁচদিন ধরে চলবে। আগামী কাল অর্থাৎ ২১ নভেম্বর থেকে দর্শকদের জন্য খুলে যাবে মেলা প্রাঙ্গণ। ২৫ নভেম্বর শেষ হবে খাদ্য উৎসব আহারে বাংলা। ভোজন রসিকদের জন্য থাকছে নানা দেশী বিদেশী খাবারের পদ। থাকছে মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক সন্ধার আয়োজন। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর মেলার আয়োজন করছে। মেলা প্রাঙ্গণ প্রতিদিন খোলা থাকবে দুপুর ১২ টা থেকে রাত ৯ টা প্রর্যন্ত।