আইয়ুব বাচ্চুর স্মরনে কনসার্ট এর আয়োজন করল বাংলাপক্ষ


রবিবার,২৫/১১/২০১৮
893

বাংলা এক্সপ্রেস---

আয়ুব বাচ্চু একজন বাংলাদেশী গায়ক, গিটারবাদক, গীতিকার, সুরকার, ও চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পী ছিলেন। এল আর বি ব্যান্ড দলের লিড গিটারবাদক এবং ভোকাল বাচ্চু ছিলেন বাংলাদেশের ব্যান্ডসঙ্গীত জগতের জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন।এর পূর্বে তিনি দশ বছর সোলস ব্যান্ডের সাথে লিড গিটারবাদক হিসেবে যুক্ত ছিলেন। সঙ্গীতজগতে তার যাত্রা শুরু ফিলিংস ব্যান্ড দলের মাধ্যমে (১৯৭৮)। তিনি তার শ্রোতা-ভক্তদের কাছে “এবি” নামেও পরিচিত। এই প্রথমবার আয়ুববাচ্চুকে নিয়ে একটি কনসার্ট এর আয়োজন করল বাংলাপক্ষ। স্থান হাওড়া মন্দিরতলা। সময় বিকেল ৪ টে ৩০ মিনিট। ইতিমধ্যে বিভিন্ন চলচ্চিত্র জগতে কলাকুশলীদের মধ্যে জয় সরকার বাংলাপক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন। এপার বাংলা ও ওপার বাংলা মিলেমিশে একাকার হয়ে যাবে এই কনসার্ট এর মধ্যে দিয়ে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট