সামসেরগঞ্জঃ রবিবার প্রত্যন্ত অঞ্চলে “হাঁটো বাংলা হাঁটো” এর সূচনা করলেন অভিনেতা রাহুল ব্যানার্জী ও অভিনেতা রোহন ব্যানার্জী। মুর্শিদাবাদের ঔরাঙ্গাবাদের পতাকা অফিসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পদ যাত্রার সূচনা করা হয়। ডায়াবেটিস নিয়ে জনগণকে সচেতন করতেই এই পদযাত্রা। ডায়াবেটিস নিয়ে জনগণকে সচেতন করতেই এই “হাঁটো বাংলা হাঁটো” এর অনুষ্ঠান। এদিন GD হাসপাতালের CEO মোসরফা হোসেন সহ বিশিষ্ট ব্যাক্তিরা এই মিছিলে পা মেলান। এদিনের পদযাত্রায় অসংখ্য সাধারন মানুষ সামিল হন। অভিনেতারা জানান যে শারীরিক ভাবে সুস্থ থাকার জন্য একটু হাঁটার অভ্যাস করা ভালো। এতে শরীর ও মন সুস্থ থাকে। ডায়াবেটিস দূর করার জন্য হাঁটা খুব জরুরী।
“হাঁটো বাংলা হাঁটো” এর সূচনা
সোমবার,২৬/১১/২০১৮
620
বাংলা এক্সপ্রেস---