“সঙ্গীত জগতে নক্ষত্রপতন“ চলে গেলেন বিখ্যাত গায়ক ও সঙ্গীত শিল্পী মহম্মদ আজিজ


মঙ্গলবার,২৭/১১/২০১৮
995

বাংলা এক্সপ্রেস---

“সঙ্গীত জগতে নক্ষত্রপতন “ এই মুহুর্তের সব থেকে বড় খবর চলে গেলেন বিখ্যাত গায়ক ও সঙ্গীত শিল্পী মহম্মদ আজিজ। মাত্র ৬৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই তারকা গায়ক। বহু ছায়ছবিতে তিনি প্লেব্যাক করেছেন। তাঁর গান বারবার হিট হয়েছে সিনেমার পর্দায়। সুত্রের খবর কলকাতা থেকে মুম্বাই যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হন মহম্মদ আজিজ। কিন্তু তৎক্ষণাৎ কাছাকাছি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। অন্য জগতে পাড়ি দিলেন সকলকে ছেড়ে এই তারকা গায়ক। সঙ্গীত জগতে শোকের ছায়া। প্রায় ২০ হাজারের বেশি গান তিনি করেছেন তাঁর এই জীবনে। বহু হিট গান উপহার দিয়েছেন দর্শকদের। এই মহান তারকার মৃত্যুতে শোকের ছায়া সব মহলে। এইদিন সোশ্যাল মিডিয়াতে একের পর এক পোস্ট আসতে থাকে তাকে ঘিরে। চলচ্চিত্র জগতে তাঁর গান আজও স্মরণীয়। মেলোডি বা রোমান্স সব ধরনের গান তিনি উপহার দিয়েছেন বারবার সঙ্গীতপ্রেমীদের। এই খবর প্রকাশ্যে আসার পর শোকের ছায়া নেমে আসল সঙ্গীত জগতে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট