‘র্যা য়না বিতি যায়ে, শাম না আয়ে” জন্মদিনে শুভেচ্ছা সুরেশ রায়নাকে


মঙ্গলবার,২৭/১১/২০১৮
652

বাংলা এক্সপ্রেস---

আজ ২৭ তারিখ , আজকের দিনে সুরেশ রায়নার জন্মদিন। ৩২ বছর এই তারকা ক্রিকেটারের জন্মদিন ঘিরে শুভেচ্ছা বার্তা বয়ে আসতে থাকে। ২২ গজে তাঁর ব্যাট বরাবর জ্বলে উঠেছে। তাঁর ব্যাটে ঝড় উঠেছে বহুবার ২২ গজে। আজ এই বিশ্ববিখ্যাত তরুন এই তারকা ক্রিকেটারের জন্মদিন। এই দিন তাঁর সতীর্থরা তাকে শুভেচ্ছা জানান, দেশের হয়ে তিনি ২২৬ টি ওডিআই খেলেছেন। দেশের জার্সিতে তাঁকে শেষ দেখা গিয়েছে গত জুলাইয়ে, ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে।

বিসিসিআইও টুইট করে রায়নাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছে, ‘লাইভ অয়্যার’। রায়নার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসও তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেনি। এইদিন বীরেন্দ্র সেওয়াগ প্রতিবেদনের শিরোনামে উল্লিখিত পংতিটি টুইট করেন। তাঁর দুরন্ত ব্যাটিং বরাবর চাপে রেখেছিল বিরোধী দলকে। অতি অপ্লদিনের মধ্যেই তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই তারকা ক্রিকেটার। এই দিন সুরেশ রাইয়নার ভক্তরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট