শতাব্দীপ্রাচীন মোহনবাগান ক্লাবের ইতিহাস আসছে সিনেমার পর্দায়


মঙ্গলবার,২৭/১১/২০১৮
1698

বাংলা এক্সপ্রেস---

আজ থেকে বহু বছর আগের ইতিহাস নিয়ে পরিচালিত হচ্ছে সিনেমা। ১৯১১সালে মোহনবাগানের শিল্ড জয়ের কাহিনী এবার ফুটে উঠবে সিনেমার পর্দায়। এই ক্লাব নিয়ে জড়িয়ে রয়েছে নানান কাহিনী, বহু আবেগ, বহু ইতিহাসের সাক্ষী এই ক্লাব। এই দল প্রথম ব্রিটিশ দের হারিয়েছিল ভারতের মাটিতে। সেই দিনের খেলার ফলাফল হয়েছিল ২-১। জন আব্রাহাম একজন ফুটবল প্রেমী। এবার জনকেই দেখা যাবে শিবদাস ভাদুরি চরিত্রে।

এদিন জন জানান এই ম্যাচ ভারতের স্বাধীনতা আন্দোলনে একটি ছাপ রেখে গেছে।সুতারাং বলা যায় এবার আরো অনেক তথ্য সমৃদ্ধি নিয়ে এই ছায়াছবি প্রকাশিত হবে। সেদিন এই ভারতের মাটিতে যেভাবে ব্রিটিশ দের পরাজিত করেছিল এই মোহনবাগান দল তা আজও কেউ ভুলতে পারেনি। ভারতের স্বাধীনতা আন্দোলনে রক্তক্ষয়ী সংগ্রাম এই সাথে জড়িয়ে রয়েছে এই ক্লাব। দেশে তখন ব্রিটিশ রাজ চলছে , সেই ব্রিটিশ রাজের বিরুদ্ধে তাদের এই ম্যাচ জয় এনে দিয়েছিল স্বাধীনতার স্বাদ। লক্ষ লক্ষ ভারতবাসীর মুখে ফুটে উঠেছিল উজ্জ্বল হাসি। সময়ের স্রতে সেইসব অতীত হলেও। সেই দিনের কাহিনী এবার আসতে চলেছে সিনেমার পর্দায়। এই ছবির প্রযোজনা করছে জন আব্রাহামের প্রোডাকশন জেএ এনটারটেইনমেন্ট, আদবানির এমে এনটারটেইনমেন্ট ও ভুষণ কুমারের টি-সিরিজ। ২০১৯-এর নভেম্বরেই শুটিং শুরু হওয়ার কথা। ২০২০তে রিলিজ হবে এই ছবি। তিন মাস শুটিং হবে কলকাতায়। এর আগে বাংলায় এই ১৯১১ নিয়ে ছবি ইতিমধ্যেই হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট