কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আজ ছিল পুরস্কার বিতরনী অনুষ্ঠান। কলেজ কতৃপক্ষই সেই অনুষ্ঠানের আয়োজন করে। কিন্তু tmcpর বহিরাগতরা সেই অনুষ্ঠানে বাধা দেওয়ায় শুরু হয় বচসা। অভিযোগ কয়েকজন অধ্যাপকে মারধর করে। এরপরই কলেজের সামনে রাস্তায় বসে পড়ে অধ্যাপক অধ্যাপিকারা। তাদের পাশে দাঁড়ায় কিছু ছাত্রীও। বাকি tmcpর ছাত্রীরা প্রথমে মেন গেটে তালা দিয়ে দেয়। সাধারন ছাত্রীরা তালা ভাঙতে উদ্যত হলে তালা খুলে দেয় tmcp. ঘটনাস্থলে পুলিশ। অবিলম্বে ইউনিয়ন রুমে তালা দেওয়ার দাবীতে রাস্তায় বসে রয়েছেন অধ্যাপিকারা। গেটে পাহাড়ারত tmcp. ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনি।
অনুষ্ঠানে বাধা দেওয়ায় বচসা
বুধবার,২৮/১১/২০১৮
398
বাংলা এক্সপ্রেস---