চোলাই মদের ঘাঁটিতে অভিযান


বুধবার,০৫/১২/২০১৮
364

বাংলা এক্সপ্রেস---

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বীরঘই গ্রামপঞ্চায়েতের বিভিন্ন এলাকায় চোলাই মদের ঘাঁটিতে অভিযান চালিয়ে আবগারি দপ্তর নষ্ট করে দিল ২০০০ লিটার চোলাই মদ, পাশাপাশি বাজেয়াপ্ত করা হল চোলাই মদ তৈরির উপকরণ ও সরঞ্জাম। যদিও কাউকে গ্রেপ্তার করতে পারেনি আবগারি দপ্তর। উত্তর দিনাজপুর ও মালদা জেলার আবগারি দপ্তরের আধিকারিক ও কর্মীরা পুলিশকে সাথে নিয়ে রায়গঞ্জের বীরঘই গ্রামপঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গ্রামে চোলাই মদের ঠেকগুলিতে হানা দেয়।

দিনাজপুর জেলা আবগারি দপ্তরের সুপারিন্টেন্ডেন্ট তপন কুমার মাইতির নেতৃত্বে এই অভিযানে নেমে প্রচুর পরিমাণে চোলাই মদ নষ্ট করে দেওয়ার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে চোলাই তৈরির নানান উপকরণ ও সরঞ্জাম। উত্তর দিনাজপুর জেলা আবগারি দপ্তরের সুপারিন্টেন্ডেন্ট তপন কুমার মাইতি এই অভিযানকে রুটিন অভিযান বললেও বিষ মদ কান্ডের মৃত্যুর ঘটনার পর জেলাজুড়ে আবগারি দপ্তর চোলাই মদের ঠেক ও কারখানাগুলিতে বিশেষ অভিযান শুরু করেছে বলে আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত লাগাতার এই অভিযান চালানো হবে বলে সূত্রের খবর।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট