দরজায় কড়া নাড়ছে শীত


বৃহস্পতিবার,০৬/১২/২০১৮
814

বাংলা এক্সপ্রেস---

আরো শীত ঝড়ে পড়ুক গাছের পাতায়, আরো শীত ঝড়ে পড়ুক তোর কথা বলায় শিল্পীর গানের সুরে সুরে তাল মেলাতে মেলাতে শীতের আগমন শহরে। আজকের তাপমাত্রা অনেকটা নেমেছে অন্যদিনের তুলনায়। শীতের আমেজ উপভোগ করতে আর বেশি দেরি নেই।শুধু তাই নয় ডিসেম্বরের শুরুতে জঁাকিয়ে পড়বে শীত এমনই জানাচ্ছে হাওয়া অফিস। শীতের রাতে এক অন্যান্য আমেজ নিতে অপেক্ষাকৃত একেবারে অন্য মেজাজে শহরবাসী। শুধু তাই নয়, উত্তরে হাওয়া জানান দিচ্ছে দরজায় কড়া নাড়ছে শীত। শীতের সময় সাধারণত বেশ মোটা পোশাকে ব্যাবহার করছেন অনেকেই ইতিমধ্যে। আবহাওয়া দপ্তর সুত্রের খবর বেশ কয়েকদিনের মধ্যে আরো পারদ নামবে। এবার জথা সময়ে শীতের আগমন ঘটবে তা অনুমান করা হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট