ফিল্ম স্টাডি’ সংক্রান্ত বিশেষ কোর্স চালু করার সিদ্ধান্ত নিলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়


বৃহস্পতিবার,০৬/১২/২০১৮
493

বাংলা এক্সপ্রেস---
ছাত্রছাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে অবশেষে ‘ফিল্ম স্টাডি’ সংক্রান্ত বিশেষ কোর্স চালুকরার সিদ্ধান্ত নিলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়৷ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বৃহস্পতিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ অনিল ভুঁইমালীর সাথে ফিল্ম স্টাডি সংক্রান্ত ব্যাপারে কথা বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃসঞ্জয় মুখোপাধ্যায়।
এরপরেই বিশ্ববিদ্যালয়ে অনুমোদন সাপেক্ষে ফিল্ম স্টাডিজের ওপর একটি বিশেষ বিভাগ চালুকরার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে আরো জানা গিয়েছে, সরস্বতী পূজার পরে ‘সার্টিফিকেট ইন অ্যাপ্রিসিয়েশন অফ ফিল্ম স্টাডিজ’ নামে দশ দিনের একটি সার্টিফিকেট কোর্স শুরু করার চিন্তাভাবনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই কোর্সে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা এবং হাতেকলমে শিক্ষা দেওয়া হবে। এছাড়া এই কোর্সের শিক্ষার্থীদের দিয়ে একটি শর্ট ফিল্ম বানানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট