কলকাতা: কালকের ছবিটা সম্পূর্ণই উল্টো। দেখা নেই বঙ্গের উৎসুক বিজেপি কর্মীদের। কিন্তু এই মুরলী ধর লেনেই ভিন রাজ্যে দলের সাফল্যে আনন্দ উৎসবে মাতোয়ারা হয়ে উঠতে দেখা যেত। চলত লাড্ডু বিতরণ, আবির খেলা। কাল যখন রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে বিজেপি ভোটবাক্সে ধাক্কা খেতে শুরু করেছে তখন গুটিয়ে গিয়েছেন বঙ্গের বিজেপি কর্মীরাও। অন্য দিনের তুলনায় এদিন দলের রাজ্য দফতর অনেকটাই ফাঁকা। দেখা নেই সেইসব অতি উৎসাহী কর্মীদের।
পাঁচ রাজ্যের ভোটের ফলাফলকে সন্তোষজনক বললেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, এই রায়ে স্পট ২০১৯ এর লোকসভা ভোটে বিজেপি ক্ষমতায় আসবে। তাঁর কথায়, গত ১৫ বছর ক্ষমতায় থাকার পর চরম সরকার বিরোধী হাওয়া মোবাবিলা করে বিজেপি এখনো পর্যন্ত একক দল হিসাবে এগিয়ে রয়েছে বিজেপি। মুকুল রায় বলেন, মিজোরামের মত কংগ্রেস শাসিত রাজ্যে পরাজিত হয়েছে কংগ্রেস। চন্দ্রবাবু নাইডু তেলেঙ্গায় খাতা খুলতে পারেনি। মমতার অবস্থা দেখে কেউ আর মমতার সঙ্গে যাবে না। মমতার মহা গোঠবন্ধন ফ্লপ।