প্রদেশ কংগ্রেসের জনসভায় ঐক্যের ছবি, সোমেন-অধীর সহ হাজির সব শীর্ষ নেতা


বুধবার,১২/১২/২০১৮
738

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ডাকে সমাবেশ রানি রাসমনি রোডে। মঞ্চে উপস্থিত সোমেন মিত্র, অধীর চৌধুরি, প্রদীপ ভট্টাচার্য, দেবপ্রসাদ রায়, সর্দার আমজাদ আলি, আব্দুল মান্নান প্রমুখ। এই সমাবেশ থেকে বিজয় উৎসব পালন করবে কংগ্রেস।প্রদেশ কংগ্রেসের সমাবেশে ঐক্যবদ্ধ কংগ্রেসের ছবি। মঞ্চে পাশাপাশি সোমেন মিত্র, অধীর চৌধুরি , দীপা দাসমুন্সি, আবু হাসেম খান চৌধুরী, মৌসম নুর, দেবপ্রসাদ রায়, আব্দুল মান্নান,দীপা দাসমুন্সি প্রমুখ নেতারা।

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়ের মত তিনটি গুরুত্বপূর্ণ রাজ্যে কংগ্রেসের কাছে বড়সর ধাক্কা খেয়েছে বিজেপি। আর এই ফলাফলে উজ্জীবিত পায়ের তলার মাটি হারানো কংগ্রেসের বঙ্গ ব্রিগেড। বুধবার রানি রাসমনি রোডে আয়োজিত প্রদেশ কংগ্রেসের জনসভায় তারই বহিঃপ্রকাশ ঘটল। আর এদিনের জনসভা থেকে প্রদেশ কংগ্রেস নেতারা বিজেপিকে আক্রমনের পাশাপাশি কড়া ভাষায় আক্রমন করলেন তৃণমূলকেও।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট