ইশা আম্বানির রিসেপশানে হাজির হেমামালিনী


রবিবার,১৬/১২/২০১৮
1248

বাংলা এক্সপ্রেস---

আবার এক রাজকীয় বিয়ের সাক্ষী থাকল এই বছর। আম্বানী পরিবারের বিয়ে বলে কথা উপস্থিত ছিলেন এই রিসেপশান পার্টিতে হাজির ছিলেন একঝাক সেলিব্রিটি। শুধু তাই নয় রাজকীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহা ধুমধামে বিয়ে হয়েছে মুকেশ অম্বানির মেয়ে ঈশা অম্বানির। সেই সঙ্গে আমন্ত্রিত ছিলেন অনেক রাজনৈতিক নেতা ও শিল্পপতিরা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অম্বানি পরিবারের তরফে বিয়ের মেনুর খবর গোপন রাখা হযেছিল। তবে শোনা যাচ্ছে, শেফরা অন্তত ৪০০ পদ তৈরি করেছিলেন অতিথিদের জন্য।

এই বিয়েতে হাজির ছিলেন কিংবদন্তী নায়িকা হেমা মালিনী, গোলাপী শাড়িতে তাঁর ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে উঠেছে। শুধু তাই নয় এই বিয়েতে বসেছিল চাঁদের হাট। সব মিলিয়ে এক রাজকীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল আম্বানি পরিবারের বিয়ে। রাজনৈতিক মহলের বহু ব্যক্তি এই বিয়েতে আমন্ত্রিত ছিলেন। ছিলেন একঝাক তারকারা। তাদের উপস্থিতি এই বিয়েকে আরো উজ্জ্বল করে তুলেছিল। বিগ বি থেকে শুরু করে নানান শিল্পপতী এই বিয়েতে আমন্ত্রিত ছিলেন ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট