মাঠে মেজাজ হারালেন ঈশান্ত ও জাদেজা


বুধবার,১৯/১২/২০১৮
576

বাংলা এক্সপ্রেস---

এদিন টেস্ট পরাজয়ের পর স্বাভাবিক ভাবে বিদ্ধস্ত ভারতীয় দল। কিন্তু ইতিমধ্যে একটি ভিডিও প্রকাশ্যে আসতেই আবার শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। এদিন পার্থে টেস্ট ম্যাচ চলাকালীন জাদেজা ও ঈশান্তের মধ্যে কথাকাটাকাটির চিত্র ধরা পড়ে। একে অপরের দিকে আঙুল তুলে কথা বলতে দেখা জায়। মাঠে মেজাজ হারান এই দুই তারকা ক্রিকেটার।ঠিক তখন সামি ও আর একজন ক্রিকেটার এসে তাদেরকে সরিয়ে দেন।

কিন্তু গোটা ঘটনাটা টিভি স্ক্রিনে সবার নজরে এসে পড়েছিল। কিন্তু কি বিষয় নিয়ে এই তর্ক চলছিল তা এখনও পরিস্কার হয়নি। তবে তাদের শরীরিভাষা অন্যরকম ছিল তা দেখেই বোঝা যাচ্ছিল। এদিন রিকি পন্টিং এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেন। দ্বিতীয় টেস্টে পরাজয়ের পর মিডিয়া ইতিমধ্যে তা নিয়ে কাঁটাছেড়া করছে। আবার পরাজয়ের নানান কারন উঠে আসছে। তবে নিজেদের টিমের মধ্যে এই বাগবিতন্ডা কিছুটা হলেও অস্বস্তিতে ফেলেছে টিম ইন্ডিয়াকে তা বলাই যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট