দাড়িভিট-এ মৃত ছাত্রদের পরিবারের শুভেন্দু অধিকারীর সভা বানচালের হুমকি


বুধবার,১৯/১২/২০১৮
364

বাংলা এক্সপ্রেস---

দাড়িভিট-এ মৃত ছাত্রদের পরিবারের হুমকি আগামী ৬ জানুয়ারি রাজ্যের পরিবহন মন্ত্রী তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর সভা বানচাল করে দেবেন তারা। যে কোনও মূল্যে শুভেন্দু অধিকারীর সভা আটকে দেবেন বলে আজ হুমকি দিলেন মৃত ছাত্র তাপস ও রাজেশের পরিবার। ফলে আবারও নতুন করে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দাড়িভিট গ্রামে।

গত ২০ সেপ্টেম্বর ইসলামপুরের দাড়িভিট স্কুলে ছাত্র পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল স্কুলের দুই প্রাক্তন ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের। দুই ছাত্রের মৃত্যুর পর নিহতদের পরিবার দাড়িভিট স্কুল গেটের সামনে দেওয়ালে নিহত ছাত্রদের ছবি দেওয়া ফ্লেক্স লাগিয়ে ঘটনার সিবিআই তদন্তের দাবিতে আন্দোলন করছিলেন পরিবারের লোকেরা। এদিকে দাড়িভিট স্কুলের মাঠেই আগামী ১৯ জানুয়ারি কলকাতায় ব্রিগেড সভার প্রস্তুতি সভা হিসেবে ৬ জানুয়ারি সভা করবেন তৃনমূল নেতা তথা রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

মন্ত্রীর সেই সভা বানচাল করে দেওয়ার হুমকি দেন মৃত ছাত্রদের পরিবার। মন্ত্রীর সভা বানচাল করার বিষয়ে ইসলামপুরের তৃনমূল বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, সভা নিয়ে কে কি বলল তা নিয়ে তারা কিছু ভাবছেননা। পুলিশ প্রশাসনের কাছে অনুমতি নিয়েই আগামী ৬ জানুয়ারি দাড়িভিট স্কুল মাঠে মন্ত্রী শুভেন্দু অধিকারীর সভা হবে। বিগ্রেড জনসভার প্রচারের প্রস্তুতি সভা করা হবে দাড়িভিট গ্রামে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট