জলদি পাকড়াও চৌকিদার, মোদিকে কটাক্ষ সিংভির


শুক্রবার,২১/১২/২০১৮
328

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: রাফাল ইস্যুতে দেশজুড়ে সোচ্চার কংগ্রেস। দলের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকার দেশের সর্বোচ্চ আদালতকে বিভ্রান্ত করেছে বলেও অভিযোগ তোলা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। এবার দেশের বিভিন্ন প্রদেশে দূত পাঠিয়ে রাফাল ইস্যুকে সাধারণ মানুষের মনে গেঁথে দেওয়ার কৌশল নিল কংগ্রেস হাইকমান্ড।

শুক্রবার রাহুলের দূত হয়ে কলকাতায় এসে রাফাল নিয়ে বিজেপিকে একহাত নিলেন এআইসিসি নেতা তথা সাংসদ অভিষেক মনু সিংভি। ১২ দিন জন্ম হওয়া একটা কোম্পানি কিভাবে রাফালের বরাত পেল তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। কেন্ত্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক দুর্ণীতির অভিযোগ তুলে গোটা দেশে তীব্র লড়াই গড়ে তোলা হবে বলে এদিন বিধান ভবনে ঘোষনা করেন কংগ্রেসের এই শীর্ষ নেতা। অভিষেক মনু সিংভি বলেন, জলদি পাকড়াও চৌকিদার। তিনি বলেন, বিজেপি সরকার যে দুর্ণীতি করেছে মানুষ সবই দেখছে। জবাব জনতাই দেবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট